রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরায় একটি সাততলা আবাসিক ভবনে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পৌনে ৭টার দিকে বাড়িটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম স্ট্রিমকে জানান, নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, সকাল ১০টার দিকে আগুন নেভানো হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৮টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের আবাসিক ভবনটিতে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। সাত তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছে। আহত ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।