মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :

রাজধানীর বাড্ডায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের পারস্পরিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, মরদেহটি বাসার মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। থুতনির নিচে গুলির ছিদ্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেটি নিহতের নিজস্ব বাসা নয়। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।

 

এসআই হাসানুর রহমান বলেন, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার, বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। এখনো পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা