মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :

মুক্তিযোদ্ধা দলের কমিটি পুনর্গঠন এখন সময়ের দাবি:

রিপোর্ট : রোজিনা (স্টাফ রিপোর্টার):

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে পল্টন বি এন পির পার্টি অফিসের সামনে এক অবস্থান কর্মসূচি পালিত হয়। মুক্তিযোদ্ধা দল ও প্রজন্মের ১৪ বছরের কমিটি পুনর্গঠনের দাবিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃবৃন্দ।
মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ওয়ালীউল্লা বাবলু, বর্তমান কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর আহমেদ, সহ-সভাপতি নূর হোসেন ও মোশাররফ হোসেন।
প্রজন্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন বর্তমান কমিটির নেতৃবৃন্দ। তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট লেখক সাহিত্যিক সাংবাদিক সাবেক সভাপতি কালাম ফয়েজী, বর্তমান সভাপতি রায়হান আল মাহমুদ রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সহসভাপতি ডা. মামুন হাসিব ভূঁইয়া, নজরুল ইসলাম, মোহাম্মদ আল মামুন, বেনু হাওলাদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে কুতুব উদ্দিন আহমদ বলেন ১৪ বছর আগে মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠন করা হয়েছে, তারপর পদ্মা মেঘনা দিয়ে অনেক পানি গড়িয়ে গেল মুক্তিযোদ্ধা দলের না পূর্ণাঙ্গ কমিটি হয়েছে না সংগঠন শক্তিশালী হয়েছে। বরং ঘাতক দালাল নির্মল কমিটি থেকে আসা এই ইস্তিয়াক আজিজ উলফাত সংগঠনকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করেছেন। এবং কৌশলে মুক্তিযোদ্ধা দলের পুরানা নেতৃবৃন্দ এবং প্রজন্মের নেতৃবৃন্দকে সংগঠন থেকে দূরে সরিয়ে দিয়েছেন।
এ যতদিন থাকবে ততদিন সংগঠন দুর্বল থেকে দুর্বলতার হবে। তিনি বিএনপির স্টানি কমিটির সদস্য সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দাবি পেশ করেন তারা যেন অতি দ্রুত মুক্তিযোদ্ধা দলের কমিটি পুনর্গঠন করেন এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দলের কমিটি উপহার দেন।
প্রজন্মের নেতা কালাম ফয়েজী বলেন, প্রতিবছর ঋতু পরিবর্তন হয় এবং নতুন করে প্রকৃতির মধ্যে পরিবর্তন আসে। শীত দিয়ে গরম আছে, গরম গিয়ে বসন্ত আসে। তার সাথে মানুষও প্রকৃতির নতুন করে প্রাণ পায়। কিন্তু মুক্তিযোদ্ধা দলের কমিটি দীর্ঘদিন ধরে একই অবস্থা বহাল ঢাকায সংগঠন মম ধীরে ধীরে নির্জীব হয়ে পড়েছে। ফলে মুক্তিযোদ্ধা দলের কমিটি পুনর্গঠন সময়ের দাবি।
রায়হান আল মাহমুদ রানা বলেন এর আগেও আমরা তিন তিনটি কর্মসূচি পালন করেছি। আমরা এই পার্টি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছি। আমাদের দাবি ছিল মুক্তা দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠিত হোক এবং মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃবৃন্দ পূর্ণদ্যমে কাজ করার সুযোগ লাভ করুক।
ইব্রাহিম হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দাবি পেশ করেন তিনি যেন অতিসত্বর বিষয়টার প্রতি নজর দেন এবং দুর্বল হয়ে পড়া মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি পুনর্গঠন করে যথাশক্তি নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিবেন।
কর্মসূচি শেষ করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃবৃন্দ বিএনপি’র দপ্তর সম্পাদকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা