রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত থেকে সাবেক পরিদর্শক মো. লিয়াকত আলী নিজের পিস্তল দিয়ে সিনহাকে গুলি করেন এবং সেই গুলির আঘাতেই সিনহার মৃত্যু হয়—হাইকোর্টের প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এই তথ্য উঠে এসেছে।
মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখে গত ২ জুন রায় দেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রোববার ৩৭৮ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। রায়টিতে বলা হয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে—মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, পরিকল্পনাকারী এবং ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। একইসঙ্গে পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করা হয়, প্রদীপ ও লিয়াকতের পূর্বপরিকল্পনা অনুযায়ী মেজর সিনহাকে গুলি করা হয়েছিল এবং এ গুলির কারণেই তাঁর মৃত্যু ঘটে।
হাইকোর্টের এই পূর্ণাঙ্গ রায়ের প্রকাশের মধ্য দিয়ে আলোচিত মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। চাইলে এ রায় এখন সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলোর।