রিপোর্ট :নিজস্ব প্রতিবেদক :
ভারতের রাজধানী দিল্লিতে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বিস্ফোরণের কারণ নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্ফোরণের কারণ উদঘাটনের চেষ্টা করছেন।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল পৌনে আটটার দিকে দিল্লির রোহিণীতে সিআরপিএফ স্কুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে বিদ্যালয়ের দেওয়াল ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।