ইসলামী ডেস্ক :
রাসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সা:) ফরয নামাযের পর যে দোয়া পড়ার অসিয়ত করেছেন:
উচ্চারণ : আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।
অর্থ : হে আল্লাহ! আপনার জিকির করতে, আপনার শুকরিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।
উপকার : মুআজ ইবনে জাবাল (রা:) থেকে বর্ণিত, একদা রাসুলুল্লাহ (সা:) তাঁর হাত ধরে বলেন, হে মুআজ! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি বলেন, হে মুআজ! আমি তোমাকে অসিয়ত করছি, তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়াটি (উপরোক্ত) কখনো পরিহার করবে না।