শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

তুরাগ পাড়ে চোখের পানিতে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয় এবং মোনাজাত শেষ হয় ১২টা ২৭ মিনিটে।

এতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাতে তারা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ইজতেমার ময়দানের পাশাপাশি বাস, রিকশা, গাড়ি, সড়ক, ফুটপাত থেকে যে যেভাবে পেরেছেন মোনাজাত করেছেন।

আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। তিনি উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে মাওলানা জুবায়ের আল্লাহর কাছ সবার গুনাহ ক্ষমার জন্য প্রার্থনা করেন। তিনি মোনাজাতে বলেন, আল্লাহ সবার মনে মুহাম্মদ (সা.) এর প্রতি ভালোবাসা দান করুন। সব খারাপ থেকে সবাইকে হেফাজত করুন। মুসলিম দেশগুলোকে হেফাজত করুন। মুসলমানের ইমান, আমল, আখলাকের ওপর আপনার রহমত দান করুন। দ্বিনি কাজগুলো সঠিকভাবে সব মুসলমানকে পালন করার তাওফীক দিন। সফলতার সব রাস্তাগুলো খুলে দিন। সবার পেরেশানি দূর করতে দিন। অসুস্থদের সুস্থতা দান করুন।

এর আগে, গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বের দুই ধাপ পরিচালনা এবং অংশগ্রহণ করেছেন শূরায়ী নেজাম অনুসারী মুসল্লিরা। ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১১মিনিটে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ জোহর আম বয়ানে শুরু হয় প্রথম পর্বে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।

 

প্রথম পর্বে তাবলীগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

 

এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ওই পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীর মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা