শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

টানা তৃতীয়বার ‘ইনডেন্টিং সার্ভিস এক্সপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন ইদ্রিস আলী মোল্লা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস’ অ্যাসোসিয়েশন (BIAA) আয়োজিত ‘ইনডেন্টিং সার্ভিস এক্সপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫’-এ সিলভার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন হোয়াইটপার্ল ইন্টারন্যাশনালের প্রতিনিধি ইদ্রিস আলী মোল্লা। টানা তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্ত হওয়ায় তার এই অর্জন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

সততা, ন্যায়–নিষ্ঠা, পরিশ্রম ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে বৈদেশিক মুদ্রা অর্জনে ধারাবাহিক অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

ঢাকার একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এফবিসিসিআই–এর প্রশাসক মোহাম্মদ হাসান আরিফ এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (DCCI) সভাপতি তাসকিন আহমেদ।

অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ইদ্রিস আলী মোল্লা জুরি বোর্ড ও BIAA কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সম্মান তাকে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা