রিপোর্ট :নিজস্ব প্রতিবেদক :
২১ নভেম্বর ২০২৫ইং বাংলাদেশের সচেতন সমাজ (বাসস) এর পুরনো ঢাকাস্থ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় । এতে ঢাকা সামাজিক সংগঠন (DSS) এবং ঢাকা বিজনেস ক্লাব (DBC) এর সাথে এই যৌথ সভা অনুষ্ঠিত হয় । বাংলাদেশের সচেতন সমাজ (বাসস) এর আহবায়ক আইনজীবী মোঃ আবু মুসলিম বিন হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাসস এর যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম এবং কাজী রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব এবিএম জাকারিয়া রাজিব, ঢাকা সামাজিক সংগঠন (ডিএস এস) এর সভাপতি মাহমুদ মুসলিম, ঢাকা বিজনেস ক্লাব (ডিবিসি) এর সভাপতি মোঃ মিঠু, উভয় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবউল্লাহ্ সহ দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ । সভায় বাংলাদেশের সচেতন সমাজ (বাসস) এর আহবায়ক, এই মর্মে প্রস্তাব পেশ করেন যে, পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের জমিতে এমন কোনো স্থাপনা তৈরী করতে দেয়া যাবে না, যার ফলে, পুরনো ঢাকাবাসীর জীবন যাত্রার ক্ষতি সাধিত হয় । সেই সাথে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিষয়ে এবং চাঁনখারপুল চৌরাস্তা সহ আশেপাশের রাস্তা প্রশস্ত করার দাবী করেন । তিনি আরও প্রস্তাব রাখেন যে, পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের জমিতে সরকারি স্কুল এন্ড কলেজ, তরুনদের জন্য সরকারি খেলার মাঠ, এলাকাবাসীর জন্য হাঁটাহাঁটির লক্ষ্যে ওয়াকিং প্লেস, শিশুদের জন্য শিশুপার্ক, বিদ্যমান পুকুর ২টি কে বিনষ্ট না করে বরং সংস্কার করতে হবে, এই জায়গায় কমিউনিটি ক্লিনিক ইত্যাদি তৈরি করতে হবে । এই জন্য সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন বিষয়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সামাজিক এবং আইনগত আন্দোলন গড়ে তুলতে হবে । উত্থাপিত এই বিষয়গুলোতে সভায় সকলে একমত পোষণ করেন । অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং পরবর্তী কার্যক্রমের সাফল্য কামনা করে যৌথ সভা সমাপ্ত ঘোষণা করা হয় ।