সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় ইনুর বিচার শুরু:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

জুলাই বিপ্লবের সময় হত্যাযজ্ঞ ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর পক্ষে করা বিচার শুরুর আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে প্রসিকিউশনে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে ইনুর বিরুদ্ধে বিচার শুরু হয়।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন, জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

 

এর আগে ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২ জাসদ সভাপতির বিরুদ্ধে ৮টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। ওইদিন বিচারক ৮টি অভিযোগ ইনুকে পড়ে শোনান। সেই শুনানিতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন ইনু। ২৮ অক্টোবর তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। শুনানিতে অভিযোগগুলোর অযথার্থতা উল্লেখ করে ইনুর অব্যাহতির আবেদন করা হয়। তবে প্রসিকিউশন জানিয়েছে, ১৪ দলীয় জোটের শরিক নেতা হিসেবে ইনু দায় এড়াতে পারবেন না।

 

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়া শহরে শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে প্রসিকিউশন উসকানি ও ষড়যন্ত্রসহ ৮টি অভিযোগ আনে। মামলার ফরমাল চার্জ ৩৯ পৃষ্ঠার, ২০ জন সাক্ষী করা হয়েছে এবং প্রমাণ হিসেবে তিনটি অডিও ও ছয়টি ভিডিও দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা