শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

রোমো গ্রুপের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রোমো ফ্যাশন টুডে লিমিটেড-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার আসিয়ান সিটি ক্রিকেট প্লে গ্রাউন্ডে দিনব্যাপী এই ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনটি দল রোমো হেড অফিস লিজেন্ড, রোমো-১ জায়েন্ট এবং রোমো-২ ওরিয়স অংশগ্রহণ করে। সকাল ৮টা ৩০ মিনিটে রোমো হেড অফিস লিজেন্ড বনাম রোমো-২ ওরিয়স দলের মধ্যকার ম্যাচ দিয়ে খেলা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে রোমো হেড অফিস লিজেন্ড জয় লাভ করে।
দ্বিতীয় ম্যাচে রোমো-১ জায়েন্ট বনাম রোমো-২ ওরিয়স দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়, যেখানে রোমো-১ জায়েন্ট বিজয়ী হয়। তৃতীয় ম্যাচে রোমো হেড অফিস লিজেন্ড বনাম রোমো-১ জায়েন্ট মুখোমুখি হলে রোমো-১ জায়েন্ট জয় ছিনিয়ে নেয়। ফাইনাল ম্যাচে রোমো হেড অফিস লিজেন্ড বনাম রোমো-১ জায়েন্টের মধ্যকার উত্তেজনাপূর্ণ খেলায় রোমো-১ জায়েন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমো গ্রুপের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাছিমা আক্তার, ডাইরেক্টর নাসিমুল হাসিন এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর গোলাম মাওলা নেয়ামত।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল রোমো-১ জায়েন্টের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সিআইপি মোহাম্মদ মহসিন। বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে ক্রীড়া আয়োজন করা হবে, যাতে গ্রুপের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণের সুযোগ পান। ডাইরেক্টর নাসিমুল হাসিন জানান, আগামীতে দুই দিনব্যাপী আরও সুসংগঠিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই খেলাধুলার মাধ্যমে আনন্দঘন সময় উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা