শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

হাদি হত্যা মামলার দ্রুত চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার দ্রুত চার্জশিট দেওয়া হবে। বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সোমবার দুপুরে তিনি এসব কথা বলেন।

 

এর আগে ৪ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্বে থাকা প্রত্যেক পুলিশ সদস্যই হবেন জনগণের আস্থার প্রতীক।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা