শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

উত্তাল ইরান পট পরিবর্তনের পথে?:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

ইরানের রাজপথ ফের উত্তপ্ত হয়ে উঠেছে সরকারবিরোধী বিক্ষোভে। ভয়াবহ অর্থনৈতিক সংকট ও রাষ্ট্রীয় মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতনের প্রতিবাদে রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট থেকে শুরু হওয়া আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অর্থনৈতিক সংকট ঘিরে চলমান বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ইরানের নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছাড়াও বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো এ সব তথ্য প্রকাশ করেছে।

 

গভীরতর অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ ইরানের জনগণ টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আর নতুন করে আন্দোলন ও ধর্মঘটের ডাক দিয়েছে নির্বাসিত বিরোধী গোষ্ঠীগুলো। টানা ১২ দিনের এই বিক্ষোভে ইরানের বর্তমান নেতৃত্ব গভীর চাপে পড়েছে। বহু বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের পাশাপাশি জুন মাসে ইসরাইলের সঙ্গে যুদ্ধের ধকল সামলাতে হচ্ছে সরকারকে।

 

কর্তৃপক্ষ এই অস্থিরতার জন্য ‘দাঙ্গাবাজদের’ দায়ী করেছে। বিক্ষোভকারীদের বিচারের ক্ষেত্রে ‘কোনো ধরনের ছাড় দেয়া হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান।

 

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র ও প্রভাবশালী নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি গেল বুধবারের বিক্ষোভে অংশগ্রহণকে এই আন্দোলনের জন্য ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বড় পরিসরে নতুন বিক্ষোভ আয়োজনেরও আহ্বান জানিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা