শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শাকসু নির্বাচন আয়োজনের অনুমোদন দিল ইসি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি মেনে আগামী ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা এক পত্রে এই অনুমতির কথা জানানো হয়।

 

নির্বাচন কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, “আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নির্ধারিত তারিখে আয়োজনের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছে। একই সঙ্গে বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।”

 

এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা এটির জন্যই অপেক্ষা করছিলাম। এখন শাকসু নির্বাচন আয়োজনে আর কোনো প্রতিবন্ধকতা নেই।’

 

সংসদ নির্বাচনের আগে শাকসু নির্বাচন আয়োজন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় গত সোমবার নির্বাচন কমিশনের একটি আদেশ জারির পর।

 

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে শাকসু নির্বাচনসহ সব ধরনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এর প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে কঠোর আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে সমঝোতায় পৌঁছান যে, প্রার্থীরা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেবেন। তবে প্রার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

 

পরবর্তীতে অঙ্গীকারনামার পরিবর্তে ৭৬ জন প্রার্থীর স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। কিন্তু সন্ধ্যায় ছাত্রদলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহসহ চারজন তাঁদের স্বাক্ষর প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা